

Antareep January Issue 2026, অন্তরীপ জানুয়ারি সংখ্যা ২০২৬
অন্তরীপ পত্রিকা তার জানুয়ারি সংখ্যায় উদ্যাপন করছে বাংলা ছোটোগল্পের বহমান আধুনিকতাকে। বর্তমানকালের গল্পসৃষ্টির আঙিনা থেকে তুলে এনেছে কুড়িটি বাছাই ছোটোগল্প, আজকের বাঙালির যাপনবিশ্বের কুড়িটি দর্পণ। এই ছোটোগল্পের আঙিনায় সে দর্পণ-ছায়ায় স্বনামধন্য লেখকদের পাশে সবিনয় অঞ্জলিতে এসে দাঁড়িয়েছেন নবীন ক্ষমতাবান কলমচিরাও। পাঠক, আপনার শীতযাপনে সৃষ্টিশীলতার উষ্ণতা ছড়িয়ে দিক এই কুড়িটি ছোটোগল্পের অনন্য সম্ভার, এটুকুই অন্তরীপের আশা।
Share on:








