

Antareep March Issue 2025, অন্তরীপ মার্চ সংখ্যা ২০২৫
বাঙালির পাঠপার্বণ কলকাতা বইমেলা এ বছরের মতো সাঙ্গ হয়েছে আগামী বছরের প্রতিজ্ঞা ও আশ্বাস নিয়ে। আগামী একটি বছর প্রতিটি পাঠক-হৃদয়ে গ্ৰন্থপাঠ ও রসোপলব্ধির পাশাপাশি স্থান করে নেবে অপেক্ষা। আগামী বইমেলার অপেক্ষা।
সদ্যসমাপ্ত বইমেলায় কতশত পাঠক আপন করে নিয়েছেন অন্তরীপকে। আপনাদের ধন্যবাদ— এক বইমেলা থেকে আর-এক বইমেলার অপেক্ষাপথে আপনাদের সময়সেতু হয়ে উঠুক অন্তরীপ।
Share on: