

লালকমল নীলকমল, Lalkamal Neelkamal
দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের ঠাকুমার ঝুলির সবথেকে জনপ্রিয় গল্প লালকমল নীলকমল। এক দেশে এক রাজা ছিল আর ছিল তার দুই রানি। এক মানব রানি, আরেক দানব রানি। মানুষ রানির ছেলে কুসুম ও রাক্ষসী রানির ছেলে অজিত হল আমাদের গল্পের নায়ক– লালকমল ও নীলকমল।
মানুষ রানি মারা যাবার পর সেই রাজ্যে রাক্ষসী রানী রাজত্ব শুরু করল। ধীরে ধীরে হাতি, ঘোড়া সব সেই রাজ্য থেকে শেষ হতে শুরু করল। তারপর একদিন রাক্ষসী রানি ও আরেক রাক্ষস মিলে অজিত আর কুসুমকে খেয়ে ফেললো। রাজা বেচারা কিছুই করতে পারল না। রাক্ষসী রানি রাজাকে বন্দি করল। অজিত আর কুসুম ডিম হয়ে রাজ্যের এক পুকুরের পাড়ের বাঁশবাগানে পড়ে রইল। একদিন এক চাষি খুঁজে পেল সেই ডিম। ডিম ফেটে লালকমল, নীলকমল বেরিয়ে এল। তারপর কী হল?
লালকমল আর নীলকমল কি জব্দ করতে পারল রাক্ষসী রানিকে? ওরা দু'জনে মিলে কি পারবে রাক্ষসদের সায়েস্তা করতে? জানতে চাইলে চটপট নিয়ে পড়ে ফেলো 'লালাকমল নীলকমল' কমিকসটি।
লালকমল নীলকমল
কাহিনি: দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
চিত্রনাট্য ও ছবি: ঈশান মজুমদার
প্রকাশক: ইনিকা পাবলিকেশন
মুদ্রিত মূল্য: ২৩০.০০ টাকা