মানব সভ্যতার ধারাকে আমূল বদলে দেওয়া এক আশ্চর্য মানুষের বিচিত্র কাহিনি এই উপন্যাসের উপজীব্য। বিস্মৃতির আবরণ সরিয়ে তিনি ফিরে আসছেন লাঙল হাতে। এই কাহিনি দেব সংকর্ষণের। বাসুদেব বলরামের।